বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ভক্তের ভগবান - চালাক দয়ালু

এক ভক্ত দু'বছর ধরে সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উপাসনা করেছিল, কিন্তু কোন লাভ হলো না। ভক্ত নাছোড় বান্দা, এবার একপায়ে
দাঁড়িয়ে একবছর আরাধনা করলো। ভগবান প্রসন্ন হয়ে দেখা দিলেন।
— "বল্ ভক্ত, কী চাস ?"
ভক্ত খুশী হয়ে বললো —"প্রভু , আপনার
দর্শন লাভ করেছি , এটাই যথেষ্ট। আর
কিছু চাই না।"
ভগবান— "আরে, লজ্জা করিসনা। চা, যা
ইচ্ছে চা। তোকে ৪টে বর দান করতে চাই।"
ভক্ত —"এতোই যখন আপনি অনুরোধ করছেন, আমি না চেয়ে আপনাকে অসম্মান করি কী ভাবে ?"
ভগবান —" হ্যাঁ, বল , কী কী চাস ?"
ভক্ত— "প্রভু, একটা চাকরির ব্যাবস্থা করে দিন।"
ভগবান— "তথাস্তু বৎস। এবার দ্বিতীয় কী চাস বল ?"
ভক্ত— "সবসময় যেন আমার কাছে একটা ব্যাগ থাকে, আর ব্যাগটা টাকাতে ভর্তি থাকে।"
ভগবান— "দিলাম, আর কী চাই বল।"
ভক্ত— "প্রভু, একটা বড়ো মাপের গাড়ী দিলে ভীষণ খুশী হতাম।".
ভগবান— "দিলাম, এবার চতুর্থ ও শেষ ইচ্ছে বল।"
ভক্ত— "আর ঐ গাড়ীতে যেন রোজই নূতন নূতন  মহিলা পাই।"
ভগবান— "যা, সব দিলাম। তোর কল্যাণ হোক বৎস।"
ভক্ত এখন লেডিস বাসের কন্ডাক্টর।
আর, রোজ রাতে গালাগালিতে ভগবানের গুষ্টির ষষ্ঠীপূজো করে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু