বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

( কফি শপে )

অনুগত হাওয়ার তাড়নায়,

দোল দিয়ে উঠছে তোমার

ওড়না-কপাল-ঠোঁট!

মৃদুতাপে মুখরিত চায়ের কাপ।

আমার গ্রীবার নীল শিরায় দুলছে অজানা বিস্ময়ের গুল্মদল!

ছায়াময়ী সোনালি কলকাতায়,

ভালোবাসার উল্কাপতন হচ্ছে প্রতিদিন মাঝরাতে।

ডায়েরিতে জমে উঠছে অচেনা রঙ,

ফলন্ত সব গাছেরই ডাল ভরে থাকছে ফলে!

মনমরা রোদে একলা শালিক বসে,

প্রায়ই উসুর-খুসুর মাতাল শিসের গান গায়।

কফি শপের টেবিলের দু'পার জুড়ে, ক্রমশ একটা সেতু গড়ে ওঠে!

উদোম শরীরারণ‌্য মাইলের পর মাইল শুনশান...

হাতে হাতে, উষ্ণ-ঘন ল‌্যাটে ;

ঠোঁটের ওপরে দুধের সাদা গোঁফ!

টেবিলের ওপাশে একখানা মুখ,

চেপে রাখা বুকের উদ্ভেদ... 

পুঞ্জমেঘ ভেদ করে সূর্য উঁকি দিচ্ছে।

অপ্রতিরোধ‌্য সেই রোদ!

টেবিলের এপাশে আমার জামরং শার্টের দুটো বোতাম খোলা;

পরিত‌্যাক্ত জাহাজ দুলে উঠছে আচ্ছন্ন দুপুরের ঘোরে।

বডি পারফিউম আর ঘামের গন্ধ মিশে একাকার হয়।

সন্ধ‌্যাপ্রদীপ জ্বলে ওঠে ওপাশের নয়নতারায়।


( অভ্র )








পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু