বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

!! ভাঙন !! ব্রজকিশোর রজক

 

 

 

যখন ভাঙন শুরু হয় তখন আঁকড়ে ধরে ইচ্ছে, শরীর হয়ে ওঠে জলন্ত এপিটাফ। 

 

ভাঙাচোরার খেলায় খরিদ্দার  উচাটনী মন। ভীষণ উন্মাদনায় জাপটে ধরে প্রেম, শরীর হয়ে ওঠে শুকনো পিন্ডভার।

 

বিশ্বাস কর, বসন্ত হয়ে ওঠে মুখোমুখি নীরব বাসর। ফোটা ফুল ঝরে পড়ে নীরব আস্তিনে।

 

কবিতার খাতায় শ‍্যাওলা জমে যায়, জমে ছেদ। খসে পড়ে সরকারী জমির দালান। আর দাবীগুলো সব।

 

জানি, এসব বুঝবে না কেউ। বুঝবে না কবির ভেতরও থাকে শূন্য প্রলয়। থাকে ক্লান্ত হবার অভ‍্যাস।

 

কবি নয়, নয় কেউ জানি। সবার ভেতরে থাকে কামামৃত সরা । দাহ‍্য হৃদয়।

 

তবুও ভাঙার সময় এলে, উবে যায় ঊর্বশী কলম আর মন। খুলে খুলে পড়ে সম্পর্ক-বন্ধন,

হাসি-কান্না আর মেকী জীবন চরাঞ্চলের যত গুটানো আঁচল।।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু