বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

( রাত বাড়লে খিদে বাড়ে )

বাতাসে আর্দ্রতা আজ একটু বেশিই। 

একপশলা বৃষ্টি এসে বাড়িয়ে দিয়েছে তৃষ্ণা। 

আমার প্রচন্ড খিদে পেয়েছে... 

চলো অ‌্যালকোহলে ডুব দিই! 

চটপট দু'টো গেলাস নিয়ে এসো। 

দ‌্যাখো,  

বিলয় জ‌্যোৎস্নায় কেমন গেঁথে আছে, 

প্রশ্নবিদ্ধ আমাদের শব! 

রাত বাড়লে... 

ঘুরন্ত সব চাকা স্তব্ধ হয়ে যায়।

চলো, এটাই সময়! 

এটাই সময়, মাথার রাক্ষুসে গ্রে সেলগুলোকে ঘেঁটে দেওয়ার। 

দেওয়ালে, বিবেকানন্দের ছবিতে ঝুলছে, 

রজনীর শুকনো হলদে মালা! 

বন‌্য পিটুনিয়া রঙের আকাশে চলছে, 

কালপুরুষের অবিরত খেলা। 

টিভি-টা বন্ধ করে দাও তো! 

শালা, সারাটা দিন শুধু খুন আর খুন আর খুন!!! 

এবার তো কুকুর মারলেও খুন বলে চালাবে! 

মনে রেখো, 

ওতো খবর শোনার ইচ্ছা আমাদের নেই! 

মনে রেখো...

আমাদের খুব খিদে পেয়েছে! 

মনে রেখো...  

তোমার-আমার চাউনি কিন্তু এখন খুন-রাঙা নেশায় মাতাল! 

আচ্ছা, এখন যাও তো;

তাড়াতাড়ি রান্নাঘর থেকে, 

মাংসের বাটি দুটো নিয়ে এসো!


( অভ্র )


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু