বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বৃষ্টি তুমি

বৃষ্টি সেদিনও ছিল

বর্ষা আবারও আসবে

পরের জন্মেও ভিজবো আমরা,

গায়ে জল নাই লাগালাম-

মনদুটো'তো সিক্ত হবে।

বৃষ্টি আমার ভালবাসা

বর্ষা আমার চোখের ভাষা।

একফালি সেই চার-উঠোনে,

গা ছুঁয়ে যাওয়া আসা।

তারপরে সেই শঙ্খধ্বনি

আসন পাতা, বাসর সাজা,

তোমার হাতের একটু সিঁদুর

বাইরে তখন বর্ষা-তাসা।

পাহাড়ে বৃষ্টি, জঙ্গলে ঝড়,

সমুদ্র সে'তো নিজেই বাদল।

তোমার আদর, তোমার শাসন,

আনন্দ আর দুঃখ যাপন

সবই আমার চোখের তারায়,

জলের মাঝে দৃষ্টি হারায়।

সব জন্মেই তুমি এসো

শুধু একটু বৃষ্টি মেখো,

মুখের ভাষায় নাই বললে,

বৃষ্টি ভেজা চোখের হাসি

শুধু বোলো- ভালোবাসি।

*****

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু