বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

পারিপার্শ্বিক আলিঙ্গন


পারিপার্শ্বিক আলিঙ্গন
গৌতম মান্না

মন ছুঁয়ে যায় বেদনা সিক্ত হৃদয়
ভালোবাসার জীর্ণ আলিঙ্গন কিছু সময় থেকে যাই
ছোটো দুটো একটা জবাব আবার কিছুটা রয়ে যায়
মনের কোনো গভীরের চলা কলকারখানায়।
জানিনা এই বেক্ত মন হৃদয়ের আকর্ষন!
শুধু বারে বারে মোরে সুধাইছে কলরব
ভালোবাসার স্পর্শে পেয়েছে নতুন জীবন
কিচির মিচির ডাকে করছে কোলাহল।
সমসাময়িক জীবনের সুখ আর কি ফিরে আসবে?
এ হৃদয় জড়াতে শুধু কি সুধায় লাগিবে।
কেহ বলে চাই না এ ভালোবাসা,চাই শুধু টাকা
মানুষের মধ্যে এত বিভেদ করে দিয়েছে শুধুই সম্পর্কের বন্ধনে কিছু কু কৃতির কথা।
আজও কি বোঝেনা মানুষ কতটা হয় পাষাণ?
মন্দির মসজিদ সেও তো আছে সবার মনের মধ্যে তাকে কেনো দাওনা ভালোবাসা।
সুখের ঘর করবো লোহে জীবন হবে ধন্য
মানুষ আজও টাকার গরমে করেছে জীবন পন্য।
শুধুই রাজনীতি আর রাজনীতি মানুষকে তোমরা বেশেছ কি ভালো
তবে কেনো সে তোমাকে ভালোবাসবে শুধু কিছু পাওয়ার লোভে।
জরাজীর্ণ বুক ফেটে শুধুই কান্নার রব
আজও আমি ভুলতে পারিনা সেই দিনের ব্যাথার কারন।
মানুষকে ভালোবাসতে শুধু লাগে না যে মন
সঠিক সম্পর্কের টানাপোড়নে হবে তুমি অন্যরকম।
আর কত কি বলবো স্বভাব যাবে না গো টুটে
মানুষ আজ বড়ই সার্থপর শুধু টাকাকেই চেনে।
চেনে শুধু বিপ্লব কিভাবে করবে দগ্ধ
চিনিয়ে দেওয়ার সময় এসেছে
বাংলা তুমি আজ রক্তাক্ত..…................…..

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু