বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বিষয় - রথ ও প্রেম

বিষয় -- রথ ও প্রেম


বিভাগ -- গল্প


কলমে  সংযুক্তা ব্যানার্জী চক্রবর্তী



তখন আমার বছর চোদ্দ বয়স। প্রতিবছরের মত আমি মা ঠাকুমার সাথে এসেছিলাম মাহেশের রথে। মা আমাকে একপাশে দাড় করিয়ে রেখে ঠাকুমাকে নিয়ে এগিয়ে গেল রথের দড়ি টানবে বলে। হঠাৎ একট গোলমাল শুরু হতেই সবাই দৌড়োদৌড়ি শুরু করে দিল। আমিও ভীড়ের টানে কোনদিকে যে চলে গেলাম বুঝতেই পারলাম না, খালি বুঝলাম আমি হারিয়ে গিয়েছি।  খুব জল তেষ্টাও পেয়েছে। একটা বাড়ীর উঁচু সিঁড়িতে বসে পড়লাম। এমন সময় সে বাড়ীর জানালায় একটি বছর কুড়ি বাইশের ছেলে আমায় বলল, কে গো তুমি, তোমায় তো আগে দেখিনি!  আমি বললাম, আমি হারিয়ে গিয়েছি। ছেলেটি বলল, ভয় পেও না, আমার বাবা পুলিস। তোমাকে ঠিক তোমার বাড়ী পৌঁছে দেবে। এরপর ছেলেটির মা দরজা খুলে আমায় ভেতরে নিয়ে বসালো।   আমাকে মিষ্টি আর জল দিল আর ওর বাবাকে ফোন করে দিল। ছেলেটা নাম শিবাজী, ওর কঠিন অসুখ।  সেদিন দুজনেই দুজনের ঠিকানা দিলাম। একসময় বাড়ীও ফিরে এলাম।  আমি আর শিবাজীদা দুজনেই চিঠি লিখতাম পোষ্ট কার্ডে। একসময় সেটা খাম হয়ে গেল। প্রতি বছর রথের মেলাতেই আমি শ্রীরামপুরে আসি শিবাজীদার জন্য। এবছর মাহেশে রথের চাকা ঘোরেনি করোনার জন্য কিন্তু আমি জানি রথের চাকা ঘোরেনি আমার শিবাজীদার চলে যাওয়ার কষ্টে, আমার কষ্টে। আর কোনোদিনও মাহেশের রথ দেখতে আসবো না।

(শব্দ সংখ্যা -২০০)

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু