বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বৃষ্টি তুমি

বৃষ্টি তুমি

––––––


বৃষ্টি তুমি, টুপ-টাপ সুরে ঝরো

সবুজ গাছের পাতায়;

শ্রাবণ তুমি, ঝোরো শুধু একবার

এ চোখের দু পাতায় ।



বৃষ্টি তুমি, পাহাড় চূড়া ভেজাও

কত যত্ন ও আদরে;

অরণ্যকে দাও সজীবতার প্রলেপ

ঝর্নাকে ডাকো সাদরে।



বৃষ্টি তুমি, আঁচল ভরা শুভ্র মেঘে

এঁকে যাও কত আলপনা;

হরিৎ বর্ণে ধরনী ওঠে যে সেজে

ধানের শীষে সুখের জল্পনা।



বৃষ্টি তুমি, রুক্ষ নদীর সুপ্ত বুকে

উচ্ছ্বল কল্ললিনী;

শুধু আমার তপ্ত বুকেতে ঝোরো

হয়ে রিক্ত অভিমানী।



বৃষ্টি তুমি, অঝোর রিমঝিম সুরে

মুখরিত জলতরঙ্গ;

নীরব মনের সিক্ত আঙিনায় রেখো

দু ফোঁটা তোমার সঙ্গ।



বৃষ্টি তুমি, আপন ছিলে যে কতো

নীল আকাশের বুকে;

এমন ভাবেই শুধু যাপন কোরো

ছেঁড়া ছেঁড়া এই সুখে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু