বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বেরাগ সুর

আজকাল আর তোমাকে খুঁজে পাইনা

প্রতি মুহূর্তে জন্ম নেয় হাজারো বিস্বাদ,

আমার কথারা বিরক্তির তান তোলে

ভুল তারে হাত পড়ে গেছে কিজানি কখন

আশাবরী গন্ধে তাই নিষাদের মেঠো সুর,

তোমাকে ডেকে ডেকে চিরে গেছে বুক

তোমার আসার আশায় ক্ষয়ে ক্ষয়ে গেছে ক্ষণ,

কতদিন আমি নিজের সাথেই বসবাস করি

দীর্ঘ আয়নায় নিজেকেই শুধু দেখি,

আগে দুজনের ছায়া এক হয়ে যেত

মিশে যেত নিষেধের দূরত্ব,

তুমি ফেরার হদিশ হারিয়ে ফেলেছো

খুঁজেছো নতুন পথ,

নীরব, ব্যাকুল প্রতীক্ষারা জমে গেছে অস্থিরতায়

দমবন্ধ ভালোবাসা নিজেকেই পেষে আজ,

মনের আলো নিভে গেছে বহুদিন

আর স্বপ্নেরা গৃহবন্দী,

তবু অন্ধকারে চোখ মেলে তাকাই যখন

তোমাকেই খুঁজি রোজ...

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু