বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

খোঁজ


দরজায় দরজায় পাহারাদার

এত যে মানুষকে ভালবাসো!


ঔরঙ্গজেব, উঠে এসো কবর ফুঁড়ে


লালন, ও লালন, কি যে সব লেখ

মানুষ রক্ত মাখে, চন্ডাশোক বাড়ে!


অস্ত্র ঘোরানো হাতে গোলাপ ছুঁড়ছো?


জল যে জলের মতই ছুটছে, ছুটছেই

চোখ থেকে, মন থেকেও, দুঃখ জল


দেখো, দেখো, তোমার পা ভিজে যায়!


এত উৎসব, এত মাতামাতি, এত ঝলকানি

এখনও দু'একটা শক্তি উৎস মাথা বেচে নি


সত্যিটা বলার আগে গ্যালেলিও মরে নি!

----------------------------------


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু