বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

রাত্রি প্রিয়া

হাস্নুহানার চাঁদ, বিকৃত পূর্ণতা তার,

মাতাল কামিনীর হিল্লিত বাস,

রাত, নিশা, অমানিশা ঘোর ঘনঘোর

অথবা জ্যোৎস্নালোকে আধো ফিসফাস

সন্ধ্যার অবগুণ্ঠনের মুক্ত বাহুডোর,

বাসরে নবোঢ়ার ন্যায় দৃষ্টি বিভাস

আজন্মলালিত চাহনি মোর

পান করো সব সুধারস,

অন্তরের চোরা গহ্বর

সর্পিল নিশাচর, অথবা বিজ্ঞ উদাস,

তোমার অনন্ত রহস্যে নামহীন বন্দর,

চোখের পাতায় যা বহতি তিতাস,

যে রাতে ঘন ঘোর ঝরঝর,

অথবা দামাল এক হাহুতাশ

নীড় ভাঙ্গা ঝড়, ভেঙেছে দুয়ার

আর মুক্তি লোভে বিবশ

ছুটিয়ে দিয়েছে ওই অসীমের পার,

সেইরাতে রূপ তব শৃঙ্গার বিহীনপরশ,

পর রাতে আম্রপালীসমা রূপ তার

দেব ভোগ্যা আভূষণ নির্যস

মোহময়ী মখমলীওড়নার পাড় 

পড়েছে কপোলে, অণুক্ষণ বদন বিরস,

রাগে, অনুরাগে, অশনি শঙ্কার ক্ষুরধার,

উপচানো দৃষ্টিধারা, অথবা পদ্মসুবাস 

রমণীয় কেশ, ওই বিম্বধার 

হারিয়েছি তোমাতেই তন্দ্রাওজস

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু