বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ছোট ছোট দুটি হাত

এখানে খালি ভাঙনের লাফালাফি


মৃত্যু জায়গা খুঁজছে



ধাপার পাশ দিয়ে প্রায়শই যেতে যেতে ভাবি


বড়জোর এখানেই আসবো



একে অন্যকে সাহস বিলাই


তবুও আতঙ্কে পোড়ে মন



চিড়চিড়ানি রোদে খেটে যায় চাষা, চাষানি


মৃত্যু পাশেই ঘুমায়



অবশ্যম্ভাবী দুলতে থাকি


সহযাত্রীরা কেউ বলছে না কেন


একবার অন্ততঃ চুল্লিটা দেখে আসি


বরং মাস্কটা আরও ঠিক করে


হাতেও ঘষে স্যানিটাইজার


আর পড়ে থাকা কাজগুলো ঝেড়ে ঝেড়ে পাড়ে



প্রেম নেড়েচেড়ে পালালো 


মৃত্যুও আমাকে দেখে ভয় খায়!


এই আতঙ্কে রাত ঢোকে দিনে


আর দিনে কাঁদে বাসস্থান


এখন তো বেওয়ারিস মড়া হলে মন্দ হতো না!



শুধু বাসায় ঢুকলে দু'টো ছোট ছোট হাত


শুধু দু'টো ছোট ছোট হাত


ছোট ছোট হাত দু'টো গলাটা প্যাঁচায়


সত্যি অবুঝ ছোট ছোট হাত দু'টো!






পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু