বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

পুরুষ

এই ধর্ষণ নগরী আমার দেশ,

আমি পুরুষ, আমি ধর্ষক।

এ আমার রাষ্ট্রীয় অধিকার।

আমি বেঁচে যাবো-

আমার ধর্ম, আমার জাত, আমার বয়স,

আমায় বাঁচিয়ে দেবে।

একটু কাম জাগলে মেয়েদের এত আপত্তি কেন?

রাষ্ট্রের যখন আপত্তি নেই।

কে হে তোমরা বিরোধিতা করো?

এ আমার পৌরুষের অধিকার।

ধর্ষিতা হয় পুড়বে নয় মরবে,

নাহয় লোকে খবরটা রসিয়ে পড়বে।

তার মুখটা তো বেশী মনে থাকে,

আমার ছবি ফিকে হয়ে যাবে।

রাষ্ট্রের কাজ জি.এস.টি কিংবা বিদেশী খেদানো,

ধর্ষণ রোখা তার এক্তিয়ারে নয়।

ভোটের বাজারে নম্বর নেই,

ফালতু খাটার প্রয়োজণ কই?

একটু মস্তিতে এত প্রতিবাদ কেন?

কি এমন ক্ষতি হল দেশের?

এত চিৎকার কেন ভাই?

পুরুষের যদি এটুকু অধিকার না থাকে,

সমাজ তো জাহান্নামে যাবে।

ক্ষমতা যদি থাকে দেখাও করে কিছু,

ধর্ষণকারী আমায় যদি পিটিয়ে মার তুমি,

তুমি নিশ্চিত ফাঁসির দড়ি পাবে।

রাষ্ট্রের সাথে চ্যালেঞ্জ নিও না,

খিল্লি হয়ে যাবে-

ধর্ষককে শাস্তি দেওয়া তোমার কম্ম নয়।

ধর্ষক নয় এমন একটা পুরুষ পুড়িয়ে মারো,

মায়েরা তবু একটু শান্তি পাবে।










পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু