বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অপ্রকাশিত

নিয়ন্ আলো স্ফীত হল

          চাঁদবাতি আর রূপকথা।।

ওষ্ঠে সবুজ জ্যোৎস্না 

আলো তার রাঙা, 

নিশি ঘুমের রাতশহরে

দমকা বাতির দোলোনিতে

শেষবারের ঘুম মিলিয়ে গেল,

পান্না রাঙা জ্যোৎস্নাতে।

রাতপরহরের স্বপ্ন নিয়ে বিজনস্মৃতির অন্ধকারে

জতুগৃহের অট্টহাসি 

ক্ষুধার রাজ্যে দিল পাড়ি

একটা নোটন উড়ে গেল,

রাতের কালো চীরণো করে 

নিশি একা জাগরণে

ক্ষুধা তেষ্টা কান্না সনে

ওষ্ঠ মধুর হাস্য নিয়ে,

পারাপারের  সঙ্গপনে।

চাঁদবাতি আর আসে না ফিরে 

রূপকথাদের সঙ্গে নিয়ে,

শেষ রাতের দমকা আলো, 

মধুর করে নিয়ন্ আলো ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু