বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অঙ্গীকার



পিছনে ফেলে এলাম একটা সম্পর্ক,

কিছুটা জোর করে,

ভালোবাসাহীন একটা সম্পর্ক তবু অদ্ভুত গভীরতার মায়াজালে জড়ানো|

এর দায় কার?

মনের কিছু রঙিন কল্পনায় ডানা লাগিয়ে,

অহেতুক সন্তরন অগভীর উষ্ণতায় |

প্রশ্রয় কিছুটা ছিলো, সাময়িক আবেগও..

তবে সবই ক্ষনিকের |

শেষ বিদায়ের পথ তবু ভিজলো নোনা জলে,

কান্নাজড়ানো রুদ্ধকণ্ঠ তবু ডাকলো আরো একবার

তার শেষ চাউনি দীর্ঘশ্বাসে মিশলো,

মিশলো আত্মায়,

সমস্ত ভুলের দায়ভার মাথা পেতে নিয়ে

ফিরে আসা একাকী শুন্য জীবনপথে |

অগুনতি দিন রাতের অগভীর ভালোবাসার ফসল

বুকে আগলে একাকিত্বের পিছল পথে,

আহত হতে হতে নিজেকে ভোলার চেষ্টায়

তবু তারই আত্মায় বেঁচে থাকার অঙ্গীকারে |





পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু