বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

জীবনের ঋণ

 

 

মায়া দুটি ওই নয়নে ,

লুকিয়ে হাজার বেদনার কলংক,

রোজ রাতে ধেয়ে আসে

অজানা অচেনা বিষ মেশানো হাত,

একলা গৃহে অসহায় নিঃশ্বাসে,

পেটের খিদে নগ্ন সমাজে এক কলঙ্কিনী;

হায়নার আতঙ্কে রোজ কুঁড়ে কুঁড়ে মরেছে,

মরেছে ইচ্ছে গুলো , তবুও বাঁচার তাগিদ আজ বড্ড বেশি

দিনের আলোয় যখন ঘরের দুয়ারে রোদ মিশে যায়

জানান মেলে তার মেয়ের স্কুল আছে আজ।

-প্রতীক দাস

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু