বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

জলছবি

রোজই তো দেখা হয়

কথা হয় কতো,

উন্মোচনের বার্তা দেয়

অগভীর আদরের ক্ষত।

তুমি ফুলদানিতে ফুল গোছাও

কিংবা শিল্প সাজাও মনে,

সবেতেই সোহাগ স্পর্শ

হৃদয় প্রহর গোনে।

ইচ্ছে ছিলো রাজা হবো

জ্যোৎস্নারাতে তোমায় পাবো,

আবছায়া চাঁদ দৃষ্টি পাবে

যেদিন তুমি আমার হবে।

ঝিনুক তুমি আমার হলে

আলতা পায়ে রঙ ছড়ালে,

একগোছা দিন, আগুন দুপুর

গোলাপ রাতের বৈভবী সুর-

আমায় ঘিরেই তুমি থাকো

আমার প্রেমের গন্ধ মাখো।


ঘুম যখন ভাঙলো তখন

সব দেখি ঠিক আগের মতন,

তোমার সাথে আমার আবাস

ফুলদানির ওই মাতাল সুবাস-

কল্পনার ওই মায়া আলো

শুধুই আমার স্বপ্নে বোনা,

পড়লো মনে, হয়নি দেওয়া,

'ভালোবাসি', চিঠিখানা...

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু