বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আবার হবে তো দেখা

প্রত্যেকদিন একটা সকাল চলে যায় আর তারপরের দিন আরেকটা নতুন সকাল ফিরে আসে। প্রত্যেকটা সকালের সৌন্দর্য একই থাকে না প্রতিদিন। মানুষের জীবনও পাল্টাতে থাকে প্রতি মুহূর্তে মুহূর্তে। সাথে সাথে পাল্টাতে থাকে তার বয়স এবং অভিজ্ঞতা। শোক-আনন্দ সব কিছু নিয়েই জীবনটা বয়ে যায়। মানুষ মায়াশীল, প্রাণশীল আর সেজন্যই প্রিয়জনের আঘাতের পরও সেই টান ছিঁড়ে বেরোতে পারে না। জড়িয়ে থাকে স্মৃতির শিকড়ে। জীবনের অনেক কিছু অদরকারি হলেও বাদ দিতে গেলেও যেন কোথাও একটা হালকা কষ্ট জেগে ওঠে। কখন কার সঙ্গে কিংবা কোন জিনিসের সঙ্গে স্বল্প মুহূর্তের জন্য আলাপ হয়ে গেল সেই সূত্র থেকেই যেন সম্পর্কের শুরু। অনেকগুলো প্রাপ্তির মধ্যে যদি একটা ছোট দুঃসংবাদও এসে পড়ে মানুষ সেই সব প্রাপ্তিগুলোর  ছায়ায় দাঁড়িয়েও ঐ একটি দুঃখকে ভুলতে পারে না। তবে সব মানুষ যে এক রকম তাও কিন্তু নয়। যে মানুষ যত মায়াশীল হয় সে-ই আরও বেশি বেশি কষ্ট পায়, ভুলতে পারে না। আমরা ২০২০ সালে অনেক প্রিয়জনদের হারিয়েছি। এমনও হয়েছে তাঁদের শেষযাত্রায়ও সামিল হতে পারিনি। শোক-তো শোকই কাছ কিংবা দূরত্বের সীমা বোঝে না। অতিমারির মতো এক ভাইরাস এসে পুরো বিশ্বটাকে ওলটপালট করে দিল। অনেকে চাকরি হারালো, পরিবার হারালো। অর্থ, ভরসা, আর সঙ্গী হারালে মানুষ কি নিয়ে বাঁচবে! তবুও জীবন বয়ছে। মানুষও তার অতীত-দুঃখ ভুলে, শোক ভুলে নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এত দুঃসময়ের পরেও ভগবানের উপর ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে। এত ক্ষয় ক্ষতির পরও মনে প্রাণে এটা বলতে শিখেছে - "আমরা করব জয়"। এক মাত্র সময়ই পারে সমস্ত কিছু বদলে দিতে। সকলের দুঃসময় চিরকাল থাকে না। মুদ্রার এপিঠ-ওপিঠ যেমন আছে তেমনই সময়ও পাল্টে যাবে সময়ের নিয়মে। ক্যালেন্ডারের তারিখ পাল্টাতে পাল্টাতে নতুন দিন, নতুন মাস, নতুন বছরও যেমন আসবে তেমনই নতুন সুযোগও আসবে। যাদেরকে হারালাম জীবনে আবার দেখাও হবে কোনো-না-কোনো জন্মে। তাই কারোর কোনও বিদায় নয় কারণ - "আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো।"

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু