বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মানবতা



নিভে আসা রোদ 

অকারণে ডেকে বলে হায়... 

বিধাতার মেঘ দরবারে ;

এতটুকু মানবতা ঋণ পাওয়া যায়! 


কাটামুণ্ডের মিছিলে হেঁটে

শিরদাঁড়াটুকু বিক্রি করেছিল যারা,

সাম্রাজ্যের নিষেধে দোষী... 

নিজ আয়নায় বন্দী হয়েছে তারা।


উতরোল পথ বেয়ে 

যারা একদিন বিকিয়ে দিয়েছিল মুখ... 

হানা দেয় রাত তাদের কবরে ;

মেঘেরাই বোঝে মেঘেদের অসুখ। 


পুরাতন স্মৃতি লোভে 

কঠিন পাহাড় হেলায় পেরোয় যে জন... 

ফোটে গোলাপ তার হৃদিপরে ;

বলে, আত্মবলিসুখে ভয় পেয়োনাকো সুজন! 


তারাই তো বেঁচে থাকে...

আশায় বিলিয়ে প্রাণ, 

একদিন যারা মৃত্যুমিছিলে 

গায় জীবনের গান।।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু