বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

স্মৃতির আয়নায়

পুলওয়ামার জঙ্গি হানার দিন ও ভ্যালেন্টাইস্ ডে -একই দিনে ছিল। সেই উপলক্ষ্যে লেখা । 


কবিতা  -   স্মৃতির আয়নায় 

কলমে - সোমা ছবি চক্রবর্তী 

তারিখ - 14. O2  . 2021


 ভালবাসার জন্য যার প্রতীক্ষায় মাস,দিন, বছর গুনতো মেয়েটি, 

হঠাৎই তার কফিন বন্দি দেহ নিয়ে, এল কিছু লোক ।

শোকস্তব্ধ মেয়েটি তার দু’বছরের পুত্র সন্তান আঁকড়ে ধরে,

বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে তার প্রিয়তমর লাশের দিকে । 

শত শহীদের রক্তের সাথে, তার স্বপ্নের ভালোবাসা আজ রক্তে রঞ্জিত । 

কান্না তার বুকে জমে পাথরের মতো ।

জমাট দীর্ঘ শ্বাস হৃদয়ের মাঝখানে কুঠুরিতে আশ্রয় নেয় ।

চিতার আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল

 তার আত্মার আত্মজন ।

আজ তার স্মৃতির দহনে, পুড়তে থাকে হৃদয় ও মন ।

সেটা ছিল গোলাপের দিন । 

গোলাপের পরিবর্তে এসেছিল  স্বামীর কফিন ।


# কলমে - সোমা ছবি চক্রবর্তী ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু