বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অশরীরী প্রেম

কবিতা- অশরীরী প্রেম 

কলমে- সোমা ছবি চক্রবর্তী

12. 03. 2021 


সাগর আর আকাশের নীলে, 

মিশেছে যেখানে বনভূমি। 

যাব সেথা একাকী নির্জনে, 

অশরীরী তুমি আর আমি। 


ত্যাগ করে সব মায়া মোহ 

দেহহীন আত্মার বেশে, 

আমরা দু'জনে সেথা একা 

মনের মিলনে যাব ভেসে। 


সাক্ষী যেথা চন্দ্রালোক শুধু 

সাগরের জলে করে খেলা। 

আঁধার - আলোতে বনভূমি, 

বাদুড়ের মুক্ত ডানা মেলা। 


স্বর্গ সে থাক বহু দূরে, 

পৃথিবী ডেকেছে বারে বারে। 

স্বর্গ থেকে মর্ত্যভূমি প্রিয়, 

তুমি আমি সাগরের তীরে। 


এখানেই একাকী নির্জনে, 

অশরীরী আত্মা দু'জনে ,

মিলেমিশে যাবে দুটো মন 

চিন্তামুক্ত দেহে প্রতিক্ষণ ।।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু