বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

করোনা করোনা

         "এতোদিন যে বসেছিলেম

          পথচেয়ে আর কালগুনে

          দেখা পেলেম ফাল্গুনে "...


         ছুটি পড়লেই, মায়ের কাছে যাবার জন্য মন ছটফট করতে থাকে সবিতার। গ্রীষ্ম শরৎ শীত তো যাওয়া বাঁধা। প্লেনে পঁয়তাল্লিশ মিনিট, ট্রেনে চারঘন্টা, আর এদিক ওদিক মিলিয়ে প্রায় একদিন পুরোটাই লেগে যায় যেতে। সবিতার স্বামীর পকেট তখন বেজার মুখেই আনন্দের খরচ জোগান দিয়ে চলে।

        এবছর দুর্ভাগ্যজনক কারণে, অসময়ে ছুটি পড়েছে শুনেও, খুশীতে আপন মনে গুনগুন করে গেয়ে ওঠেছে সবিতা ঐ গানটা।

       

        এমন গানেও সবিতার বরের মুখে নির্বিকার হাসি, আর কবিতা

   'করোনা-র ভয়,পকেটের সাশ্রয়।'

  

      "এবার যাবার প্লেন করোনা,"

      বাসে,প্লেনে ট্র্যাভেল করোনা,

      অটো,ট্রেনেও আতঙ্ক, করোনা.."


সবিতার প্রতিউত্তর:

      উফফ এতো ঝামেলা করোনা !

      করোনা করোনা আর করোনা

      তোমরা, প্লিজ এমন করোনা।

DCR

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু