বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শ্রাবন

সেদিন  ছিলো শ্রাবন মাস l মনামী কেবল বলে, " সই  চলনা বৃষ্টিতে একটু ভিজিl" কিন্তু এই কথা শুনে অঞ্জনা রাজি হলো না l" তাই মনামির আর  বৃষ্টিতে ভেজা হলো না l সে দেখল তার পাশের বাড়ি নরেন কাকু এই বৃষ্টিতে কোথায় যেন যাচ্ছেl মনামী বলল-, "চল অঞ্জনা নরেন বাবুর পিছন পিছন যাইl" অঞ্জনা বলল, "কারুর পিছন পিছন যাওয়া কি ঠিক হবে lকাউকে ফলো করা উচিত নয়l" 

-" চুপ করতো যত বাজে কথাl" বলে ওঠে মনামী lএরপর মনামী আর অঞ্জনা রেইনকোট পড়ে নরেন বাবু কে  ফলো করল l এদিকে বৃষ্টির বেগ বাড়তে আরম্ভ করলোl  মাটির গন্ধে চারিদিক যেন ভরে গেল l ঝমঝমে বৃষ্টির সাথে ঝড় ও বইতে লাগল l তারা লক্ষ্য করলো নরেন বাবু পাড়ার এক সরু রাস্তা দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছেন l সে জঙ্গল যেন এক ঘন অরণ্য lচারিদিকে সবুজে সবুজl কিযে মনোরম দৃশ্য তা লিখে বর্ণনা করা যাবে না l নরেন বাবু খানিকটা জঙ্গলের মধ্যে পথ গিয়ে একটি শিব মন্দিরের সামনে দাঁড়ালেন l শিব মন্দিরটি একটি অনেকদিন পুরনো একটি মন্দির l কত ধরনের গাছ জন্মেছে মন্দিরটির গা দিয়ে তা বলে বোঝানো যাবে নাl


 নরেন বাবু মন্দিরটির ভেতরে ঢুকেই একটি শিব মূর্তি এমন করে নাড়াচাড়া করলেন যে একটি  গুপ্ত দরজা খুলে গেল  lনরেন বাবু  ভেতরে ঢুকলেন  lলুকিয়ে মনামী আর অঞ্জনাও ভেতরে ঢুকলোl  সবাই দেখতে পেল একটি লাল রত্ন যেখান থেকে লাল অগ্নিশিখার মতন ছটা বেরিয়ে আসছে l ন রেনবাবু ইউরেকা বলে চিল্লিয়ে উঠল lনরেন বাবু বললেন "গুপ্তধন খুঁজে পেয়েছিl"

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু