বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ইলাটিং বিলাটিং



কান পাতলে আজও শুনি, ছেলেবেলার সুর,

ছায়া ছায়া হয়ে যাচ্ছে সরে, দূর থেকে আরও দূর।


এক্কা দোক্কার মাঠ ছাড়িয়ে, রেললাইনের ধার,

চেন্নাই মেল আসছে ছুটে, কি করে হবো পার?


বন্ধুর পথে উড়িয়েছে ধুলো, দু চাকার সাইকেল,

সব সময়ের বন্ধু ছিল, মরিস আর মাইকেল।


কাটিয়ে দিয়েছি পুজো পার্বন, ঈদ আর বড়দিন,

ঝলমলে এই শহরে এখন, কাটাই বন্ধুহীন।


হাত বাড়িয়ে ধরতে গেলেই, উল্টো পথে পাড়ি,

হু হু করে চলছে ছুটে, সময়ের রেলগাড়ি।


পুকুরে ঝাঁপ, বুড়ি ছোঁয়া খেলা, হারিয়ে গিয়েছে  সব,

জীবনের মাঝবেলায় দেখি, হারানোর উৎসব।


অবসরে বসে পাতা উল্টাই, দেখি পুরোনো দিনের বই,

বাতাস এসে কানে কানে বলে, ইলাটিং বিলাটিং সই


লাইন সংখ্যা ১৪

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু