বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অন্তহীন প্রতীক্ষা

গল্প-- অন্তহীন প্রতীক্ষা 

কলমে - সোমা ছবি চক্রবর্তী 

তারিখ-- 04. 05. 2021


          তিন বছর বয়স থেকে ইউনিভার্সিটিতে পড়া পর্যন্ত বিনুদি সবসময়ই ব্যস্ত থাকতো । একই সাথে চলতো স্কুল-কলেজের ম্যাগাজিনের জন্য সাহিত্যচর্চা । এইসময়ে আমি বিনুদির বাড়িতে গেলেই আমাকে বলতো - আজ এখানেই লাঞ্চ করবি মানু । সারাদুপুর গল্প হোত । এরপর বিনুদি চাকরি পেল । একবছরের মধ্যেই বিয়ে ।


         শ্বশুরবাড়িতে ব্যস্ত বিনুদির আমার সাথে কথা বলার সময়ই হোত না । আর সাহিত্যচর্চা সময়াভাবে একেবারেই বন্ধ হয়ে গেল । যখন বাপের বাড়িতে আসতো, তখন আমাদের বাড়িতেই সময় কাটাতো দুপুরবেলা ।


            একদিন আমিও চাকরি পেয়ে কেরলে চলে গেলাম । সেখানে শোভনের সাথে প্রেম, তারপর বিয়ে । সেইসময় থেকে বিনুদির সাথে শুধু ফোনেই কথাবার্তা চলতো । বিনুদির ছেলেমেয়ে যখন  ইঞ্জিনিয়ারিং পড়ছে, তখন বিনুদি আবার সাহিত্যচর্চা শুরু করলো ।সপ্তাহেএকদিন, দুদিন কিছুটা সময় নিয়ে ফোনে কথাবার্তা বলি। 


            চাকরি করে, মেয়ের পড়াশোনা সামলে আমারও আর ফোনে কথা বলার সময় হয় না । সুদীর্ঘ বছর পরে কলকাতায় ট্রান্সফার হয়ে ফ্ল্যাট কিনেছি । একদিন সময় করে বিনুদির কাছে, বিলাসবহুল বৃদ্ধাশ্রম 'শান্তিনীড়ে' দেখা করতে গেলাম । স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে যাবার খবর বিনুদি আমাকে ফোনেই জানিয়েছিল । 


         তিনতলায় বিনুদির ঘরে ঢুকে দেখলাম বিনুদি বিবর্ণমমুখে বসে । বললাম - ওয়াশিংটনে তোমার ছেলের কাছে চলে গেলে না কেন? বিনুদি বলল - রোহিত আর বৌমা দুজনেই ওখানে যাওয়ার সময় থেকেই আমাকে নিয়ে যেতে চেয়েছিল । বলেছিল আমার বাড়িটা বিক্রি না করে কিছুটা অংশ ভাড়া দিয়ে যেতে । মেয়ে রুবিও লন্ডনে নিয়ে যেতে চেয়েছিল । সেইসময় কিছুতেই আমি কলকাতার সোসাইটি ছেড়ে যেতে রাজী হলাম না । ভাবতাম, লেখালেখি করি, সারাদিন আনন্দেই সময় কাটে ।


         এরপর একাকীত্ব কাটানোর জন্য ছেলেমেয়ের ডাক গ্রহন না করে এই বৃদ্ধাশ্রমে এসে উঠলাম । কিন্তু ছয়মাস আগে কিডনী সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালেসিস্ করাতে হচ্ছে । পাঁচমাস আগে রোহিত আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল । সেইসময় হঠাৎই লকডাউন । বৈদেশিক বিমান চলাচল বন্ধ । তাছাড়া ভিসার প্রসেসিংও সম্পূর্ণ বন্ধ । এইসময়ে আমার প্রবল ইচ্ছে সত্ত্বেও যাওয়ার উপায় নেই । 


         শীর্ণক্লান্ত মুখে বিনুদি ব্যালকনিতে দাঁড়িয়ে সূদুর আকাশের অস্তরাগের দিকে তাকিয়ে কেমন যেন আনমনা হয়ে গেল । একসময় সারাদিন -ব্যস্ত বিনুদির জীবনে, তখন অন্তহীনসময় বয়ে চলেছে মহাকালের স্রোতের দিকে ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু