বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আজ রাতে

আজ রাতে

সোম©



আজ রাতে আমি একদম একা  বিছানায় 

জানলা দিয়ে আকাশ ভরা তারা রা উঁকি দেয়

আমি আকাশ ভালোবাসি, সব সময়!


ঘড়িতে সময় সাড়ে এগারোটা! এখনও আট ঘন্টা সময়,

ক্লান্ত আমি, ঘুম ভেঙ্গে আসে বন্ধ চোখের পাতায়,

চোখে কেন জল ভরে আসে, কবিতাও আসে তার সাথে,

শব্দের সাথে শব্দ মিলে যায়, আজ অশ্রু ভেজা রাতে।


এখন অনেক গভীর রাত,  দেড়টা বাজে প্রায়, 

বন্ধ চোখের দরজা ভেঙ্গে  দুরন্ত  মন পাড়ি দেয়

ঘুমের শিকল ছিঁড়ে ফেলা বন‍্য নেকড়ে যত

আমার মধ‍্যে জন্মায় এক জঙ্গল বিশাল

ডানা মেলে উড়ে যাই আমি ঈগলের মতো

আমি আকাশ ভালোবাসি, চিরকাল।

আমি হেসে উঠি খল খল করে নিঃশব্দে, প্রতিবেশীর ঘুম না ভাঙ্গিয়ে

কবিতাও শুয়ে পড়ে পাশে,  চুপ করে, ক্লান্ত হয়ে।


রাত শেষ হয়ে এলো সাড়ে পাঁচটা বাজে প্রায়

সুর্য উঠছে দুর দিগন্তের পারে অন্ধকার সরে যায়

কবিতা ওঠে ভোরের আলোর সোনা রঙ গায়ে মেখে,

মেঘ ভেসে গেছে, আমি ঊষার রঙীন উত্তরীয় কাঁধে রেখে

উজ্জ্বলতাকে শুষে নিয়ে জেগে উঠি  উৎফুল্ল হৃদয়ে

আমি ভোরের আকাশ ভালোবাসি, চিরদিন, সব সময়ে।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু