বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ফৌজী বিবি

#বিভাগ_গল্প 


আমি একজন ফৌজি বিবি 

som©


এতো দিনের প্রেম পর্ব শেষ করে শেষ অবধি আমি এক ইউনিফর্ম পরা কাঁধে তারা লাগা আর্মি অফিসারের বৌ ।  আর প্রত্যেকটা আর্মি অফিসার আর সেনার ঘরনী দের মতো আমিও খু্ব খুশী হয়ে গেলাম যখন শুনলাম আমার হিরো এক ফ্যামিলি স্টেশনে ( নাম টা পরে শিখেছিলাম ) পোস্টিং পেয়েছে যেখানে গিন্নী কে নিয়ে একটানা তিন মাস সংসার করার স্বাধীনতা আছে । খু্ব আনন্দের খবর আর আমি দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে মা এর সাজানো সব ঠাকুর দেবতাকে ভক্তিভরে প্রণাম করে তাদের অসংখ্য কৃতজ্ঞতা জানিয়েছি । 


আর দু সপ্তাহ পরেই আমি উড়ে যাবো আমার প্রিয় মানুষ টার কাছে ।  মনটা আনন্দে একদম ভরে ভরে উঠছিলো ।  আমার সৈনিক জীবন বা বলা যায় ফৌজি বিবির জীবন শুরু হয়ে যাবে । 

" আমি এয়ার পোর্ট এ আসবো তোমাকে নিতে "

আমার হিরো র গলার উত্তেজনা আমি অনুভব করতে পারছিলাম । 

" আমি দিন গুনছি " আমার চোখে জল ভরে উঠলো ।  আমাদের বিয়ের পর আড়াই মাস হয়ে গেছে একে অন্যকে ছেড়ে । 

" তিন চার মাস থাকার মতো জামা কাপড় প্যাক কোরো ।  সব ওষুধ গুছিয়ে নিও ।  এখানে হয়তো বিশেষ কিছু পাবে না । ভালো বই এনো কিছু নয়তো সময় কাটবে না ।  হার্ড ডিস্ক এ নতুন কিছু সিনেমা ভরে এনো । "

" রজার স্যার " 

যাওয়ার আর মাত্র এক সপ্তাহ বাকী ।  আমার ফৌজীর আর একটা ফোন । 

" বেশ কিছু শাড়ী এনো ।  তোমার শর্টস আর অন্য সব সেক্সী ড্রেস রেখে এসো ।  এ সি  বা কোনরকম বিলাসিতা ছাড়া একদম বেসিক জীবনের জন্য তৈরী থেকো । আসার সময় সুন্দর কোনও ড্রেস পরে এসো । "

" আই আই স্যার ! ! " ( সুন্দর কোনও ড্রেস ? ?  একটু চিন্তা হলো ! )


ফ্লাইট ছাড়ার দু ঘন্টা আগে আমার হিরোর ফোন ! ! 

" শাড়ী পরেছ তো ?  আমার রক্ষী রা যখন তোমাকে জয় হিন্দ বলে অভিবাদন করবে তখন তাদের সুন্দর ভাবে প্রত্যুত্তর দিও । ওদের সামনে হি হি করে হেসো না ।  আমাকে দেখতে পেয়েই করণ জোহর এর মুশী প্রেম প্রেম সিনেমার দৃশ্যের মতো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধোর না । আমার সাথে অন্য লোকও থাকবে । তোমার মাথার সব দুষ্টু বুদ্ধি গুলো একদম বার করবে না । ইত্যাদি ইত্যাদি ......"

হটাৎ আমি খু্ব বিচলিত বোধ করলাম ।  নার্ভাস লাগছিলো আর ভয় ভয় করছিলো । খু্ব তাড়াতাড়ি একটা শাড়ী পরে ফেললাম ।  অতো পছন্দ করে কেনা টপ আর সাংঘাতিক সুন্দর জিনস ও গেলো । 

আমার হাত ঘামছিলো ।  পাহাড়ের ওপর সুন্দর জামা কাপড় পরে দুজনে একে অন্যকে জড়িয়ে ধরে ঘোরার কল্পনা খু্ব অবাস্তব মনে হচ্ছিলো । আমি হানীমুনে যাচ্ছিনা ।  আমার হিরো অ্যাকটিভ ডিউটি তে আর আমি তার সহধর্মিনী ,  গার্লফ্রেন্ড নয় ।  কাগজে কলমে আমি একজন সিভিলিয়ান কিন্তু একজন আর্মি অফিসারের ঘরনী হিসাবে অনেক না বলা নিয়ম কানুনে বন্দী আমার খোলামেলা স্বভাব ।  খুবই গোলমেলে ব্যাপার । 

আর শুধু তাই নয় আমি আমার ফৌজী স্বামীর  অধস্তন প্রায় একশো জনের ম্যাম ,  মানে একজন মায়ের মতো যে তাদের প্রিয় কম্যান্ডার সাহেবের সহধর্মিনী ।  "With great power comes great responsibity" এই কথাটার মানে এতো সুন্দর ভাবে আর কোনদিন কেউ বুঝিয়ে দেয় নি । 

দেড় ঘন্টা ফ্লাইটের সময়ে শুধু এই সব কথাই মনে আসছিলো ।  কি বলবো দেখা হলে যেটা সিরিয়াস ও হবে আবার রোম্যান্টিক ও হবে !  নাঃ কিছুই মাথায় এলো না ।  নীচের দিকে তাকিয়ে দেখলাম একটা লাল নদী আর বেশ কিছু পাহাড় । 

ফ্লাইট অ্যাটেনডেন্ট যখন ঘোষনা করলো যে বিমান নীচে নামছে আমার  সত্যিই খু্ব নার্ভাস লাগছিলো ।  জীবনে যে ব্যাপারটা নিয়ে কখনও ভাবিনি আজ ওটাই আমার জীবনে সব থেকে মহত্বপূর্ন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর সেটা হলো স্বীকৃতি ।  আমার স্বামীর গ্রুপের সৈন্যরা কি আমাকে তাদের কমান্ডার এর স্ত্রী হিসাবে স্বীকার করে নেবে ?  এটা আমার স্বামীর একটা গর্বের আর  সম্মানের বিষয় । 

আমি এয়ার পোর্ট থেকে বাইরে এলাম আর দেখলাম আমার সুপুরুষ স্বামী আমার ফৌজি আমার হিরো সিভিল পোশাকে রোদ চশমা পরে লাজুক মুখে আমার দিকে তাকিয়ে হাসছে ।  আমার চার পাশের পৃথিবী অদৃশ্য হয়ে গেলো ।  আমার মনে হচ্ছিলো স্লো মোশনে হয়ে গেছে আমার পারিপার্শ্বিক সমস্ত কিছু ।  সেই মুহূর্তে আমার মনে হচ্ছিলো আমার হিল দুটো ছুঁড়ে ফেলে দৌড়ে আমার প্রিয় মানুষটার বুকে মুখ লুকোতে । 

ধীরে ধীরে ফিরে এলো চারিপাশের পৃথিবী । সব গান বাজনা থেমে গেলো । আমি দেখলাম চারজন সশস্ত্র সেনা আমার স্বামী কে ঘিরে আছে । আমি ধীর গতিতে হেঁটে গেলাম আমার প্রিয় মানুষটার কাছে ।  " হাই " শান্ত স্বরে বললাম তার দিকে তাকিয়ে ।  অবিভাবকের মতো এক হাত দিয়ে জড়িয়ে ধরেই ছেড়ে দিলো ।  " জয় হিন্দ ম্যাডাম " একসাথে বলে উঠলো চার সেনানী ।  " জয় হিন্দ "  যতটা সম্ভব সিরিয়াস গলায় প্রত্যুত্তর দিলাম তাদের ।  কিন্তু ওই দুটো শব্দের মধ্যে কি অনুভব করেছিলাম জানিনা ,  আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছিলো ।  একি শুধুই দেশভক্তির অনুভুতি না নিজের  স্বীকৃতি র উত্তেজনা ! ! আমি সেই মুহূর্তে এই বিশাল পরিবারের সদস্য হয়ে গেলাম ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু