বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

রেডিও জকি

#অণুগল্প

#রেডিও_জকি (ভৌতিক)

✍#ঝিলিক_মুখার্জী_গোস্বামী


"এন্ড দি অ্যাওয়ার্ড গোজ টু..."


করতালি এবং আলোর বাঁধভাঙা বন্যায় বাঁধন হারা হয়ে উঠেছে গোটা আডিটোরিয়াম।


গোলাকাকৃতি কাঠের টেবিলের ধার গুলো নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে উঠেছে। প্রবল যন্ত্রণার সাক্ষী, যন্ত্রণাকাতর টেবিল। ষড়রিপুর এক বিশেষ রিপু জেগে উঠেছে। অডিটোরিয়াম এর হলদেটে আলোর আভাকে গ্রাস করছে লালচে সিঁদুর রঙা জ্বলন্ত আলো।


পার্ক স্ট্রিটের অফিস সুসজ্জিত হয়ে উঠেছে  নব কলেবরে। লাল-হলুদ রঙের মাঝে গোলাপের পাপড়ি গুলো তাদের মেলে ধরেছে।


চাঁদের হাটের মাঝেই, শ্যাম্পেনে স্নানরতা পেলব শরীর জানান দিচ্ছে তার। অফ হোয়াইট শিফন শাড়ি লেপ্টে গেছে সমস্ত শরীর জুড়ে। কিছু অসভ্য চোখ, শরীরটাকে গিলছে।


-"ওহ্ কাম অন!"

-"ইটস ইওোর ডে।"

-"লেটস সেলিব্রেট।"


নিজের যোগ্যতার কারণে আজ সে শিখরের চূড়া ছুঁয়েছে। জনপ্রিয়তা তার পায়ে চুম্বন এঁকে দিয়েছে। বাড়ির বাধা টপকে রাতের পর পর রাত সমস্ত শ্রোতাকে মনোরঞ্জন করেছে। সমধুর কন্ঠে পৌঁছে গেছে শ্রোতার দোরগোড়ায়। মায়াবী রাতে সবাই যখন আরামের বিছানায় আধঘুমে ঢলে পড়েছে! শতাধিক চক্ষুকে মুদিত হওয়া থেকে বাঁচিয়েছে তার মায়াবী কন্ঠস্বর।


এই কন্ঠেই ছিল...


****


রেডিওর প্রোগামগুলো রিশিডিউল করার কাজ চলছে। কারোর দায়িত্ব ছাঁটাই পর্ব চলছে তো কারোর প্রমোশন।


সকাল সকাল এমনিই মেজাজ বিগড়ে ছিল, সায়নের। বসের তলবে মেজাজটা আরও বিগড়ে গেল। তার উপর আবার...


-"কনগ্রাটস! রাধিকা।"


অফিসের সবার অভিনন্দনের বন্যায় আরও একবার জর্জরিত হল সে।


-" হ্যালো কলকাতা।"

-"আমি চলে এসেছি আপনার রাতের সঙ্গী হয়ে।"

-"শুনছেন আমার সাথে, রাতের অতিথি।"


রাত তখন প্রায় ভোরের আলো ছুঁই ছুঁই করছে।

****

কর্মব্যস্ত দিনের শুরু সবে মাত্র হওয়ার মুখে। সকাল সূর্যের রক্তিম আলো সারা আকাশকে সাজিয়ে তুলেছে।


মর্নিং শোস দি ডে।


বসের কেবিন থেকে একটা চওড়া হাসি নিয়ে বেরিয়ে এল সায়ন। অবশেষে। অবশেষে। এ বছরের সেরা রেডিও জকির অ্যাওয়ার্ড তারই। ওভার কনফিডেন্ট।


রেডিওর অফিসে, অভিযোগের ভিড় উপচে পড়ছে।

'রাতের অতিথি' প্রোগ্রামের টি আর পি প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। ইনিশিয়েটিভ কিছু করেও সব প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে।


অফিসের মধ্যে চাপা গুঞ্জন। প্রশ্নালু চোখ গুলো প্রশ্নকারী চিহ্ন নিয়ে একে অপরের দিকে সন্দেহের দিকে তাকিয়ে আছে। সবার ললাটেই চারটে অর্ধবৃত্তাকার চিহ্নের ছাপ সুস্পষ্ট।


এটাই সায়নের কাছে শেষ সুযোগ।

****


গভীর রাতের ফাঁকা অফিসে।

এক রাতেই, 'রাতের অতিথি'র টি আর পি সাফল্যের মুখ দেখেছে। কামুক,মায়াবী কন্ঠ জাগিয়ে তুলেছে শ্রোতাদের।


সকাল হতেই রেডিও অফিসে ফোনের ভিড় উপচে পড়েছে।


বস সহ গোটা অফিসের প্রতিটা মানুষের মনে প্রচুরপরিমাণ প্রশ্ন চিহ্ন।


রাধিকার মতো সায়ন ও...


'রাতের অতিথি' চলছে পুরো দমে।

শ্রোতারা ভালোবাসা উজাড় করে দিয়েছে।

সেরা রেডিও জকির অ্যাওয়ার্ড গুলো বছরের পর বছর ধরে জমার খাতায় নাম লিখিয়ে চলেছে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু