বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সময়

সময়

som©


আজকাল দিনের গতি বেড়ে গেছে

নাকি জীবনটাই হঠাৎ দৌড়চ্ছে

এই যে সেকেন্ড মিনিট ঘন্টা

সবটাই তো বানানো,  

প্রকৃতির দেওয়া কোনটা?

দিন রাত আর ঋতুর বদল

ভোরের শিশির আর রাতের কাজল

এর মাঝেই তো আমাদের জীবন

হাসি খুশী দুঃখ বেদনা 

আর অবশ‍্যই মরণ 

তার মাঝেই কিছু ক্ষণ

যার কাছে যেমন

ছোট ছোট ছবি গেঁথে দেওয়া হার

সারা জীবনের সার

বাকী সবটাই তো মেকী

আমাদেরই বানানো!! 

ওই আর কি!!

অবিশ্বাস্য রকমের প্রতিফলন 

খুশী নামক দামী  আবেগ 

অথবা হাহাকার বেদনার আদ্র বেগ,

এর মাঝেই তো তুমি আমি

এরা, তারা... সবাই  দামী

সকলের ভাবনা,  সবার স্বপ্ন

বসন্তের পলাশ 

গ্রীষ্মের অরণ‍্য

কিছু ভোরের আকাশ

আর কিছু কুয়াশায় বন্ধ শ্বাস।

সময় চলে গাণিতিক ছন্দে

জীবন এগোয় ভালোবাসার দ্বন্দে।

তুমি আমি এরা বা তারা

সবটাই একরাশ মিথ‍্যে

শুধু চক্ষুলজ্জার পাহারা।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু