বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তোমরা বা আমরা

তোমরা বা আমরা

som©


ভারসাম্য হারাচ্ছে পৃথিবী 

দুলে উঠছে ঝোড়ো হাওয়ায় কাশের মতো

বৃন্ত ছিঁড়ে ছড়িয়ে পড়ছে আমের মুকুল

অসাবধানে হারিয়ে যাচ্ছে 

মানবতার চিরকুট

মাঝ রাতের অভিসার সেরে 

ফিরছে না ঘরে লজ্জা

নিভন্ত আলোয় বয়সকাল একলা

পোষাকী ভালোবাসা

রাবীন্দ্রিক যাওয়া আসা

মুখগোঁজা সুরের মুর্ছনায়

হারিয়ে যাওয়া একলা রাতের জোৎস্না,

কিছু না বলা কথার রেশে

আবেগ হয়তো বা আসে

জান্তব বা বাস্তব

সব

নাকি শুধুই শব ?


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু