বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ঐতিহ্য নতশির

ছিন্ন মূল-

সেলাম কমরেড নজরুল!

মাত্রাবৃত্ত মুক্তক ছন্দে ধূলিসাৎ ভয়ঙ্কর প্রতিকূল!

 

লক্ষ্য স্থির-

দুঃখী প্রতিজন পৃথিবীর!

জল-মাটি-বায়ু মোদের আয়ু সমান দান এ ধরিত্রীর!

 

স্বামী-স্ত্রীর,

অসন্তোষে ঘেরা বদ্ধ নীড়

ভাঙিয়া গড়িব বিবাহবিহীন সমব্যথী সমষ্টির।

 

কর্ম-বীর-

লক্ষ্য অর্জুন-সম স্থির!

দৃঢ়তা মোদের চুর্ণিল সমাজের ঐতিহ্যের ভিত্তির!

 

জয় সত্যির-

যত কুসংস্কারের শৃঙ্খল ছিঁড়ি,

গড়িব বেনিয়ম সত্যেরই সিঁড়ি -

পৃথিবীর সত্যবাদীরা মিলিয়া

ধর্ম্মান্ধতার মুখোস ছিঁড়িয়া,

নিসংশয়ে ধ্বংস ক’রিব ছদ্ম সপ্তপদীর;

অনায়াসে মোরা রেনেসাঁ আনিব মানুষের ধরিত্রীর!

 

উচ্চ শির-

মোরা কর্ম্মী এপৃথিবীর!

আমরা দুর্দম, দূর্বিনীত, দূরদর্শী,

মোরা পরিবর্ত্তনে পারদর্শী, প্রতি মানুষের মর্ম্মস্পর্শী!

মোরা সুনিশ্চয়, নির্ম্মূল ক’রি কুসংস্কার,

মোরা প্রহ্লাদ,

চূর্ণ ক’রি দুর্নীতির যত প্রাসাদ!

মোদের সত্য সুনির্ম্মল,

ছিন্নভিন্ন ক’রি বন্ধন যত, নিয়ম কানুন শৃঙ্খল!

 

সত্যের খোঁজে অচঞ্চল,

মিটিয়ে দিই সব সীমারেখা, ক’রি আইনের রদ-বদল;

মানি না কোনো আইন মোরা ভিসার,

উপগ্রহে চড়ি চন্দ্রে-মঙ্গলে চলি, প্যারাগ্লাইডে বিদেশ আবিষ্কার।।

মোরা সুনামী রুখিবো, বাঁচাবো যতো দান প্রকৃতির;

নিঃশেষ করি করোনার মোরা, জয় মানব জাতির।

মোরা বিদেহী প্রতিবাদী সন্তান বিশ্ব-বিধর্ম্মীর!

 

কর্ম্ম-বীর-

সদা জাগ্রত এ শিবির!

ঘুমোতে পারিনি বহুদিন,

অতীতের এই অতৃপ্ত ঋণ,

কবে স্মৃতির কঠোর বন্ধন-ডোর ঊর্ণনাভ রজ্জুতে বাঁধিবে না?

চোখে চোখ মিলি, ক’বো মন খুলি, কোনো জটাসুর রুখিবে না?

বেদনা বাঁটিবো মোর,

ঘুমাইব নিশ্চিন্ত দিন-ভোর!

দুঃখ ঘুচাইব পৃথিবীর!

শিকল-মুক্ত, নির্ভয় চিত্ত, চির-উদ্ধত শির!

 

লক্ষ্য স্থির-

দুঃখী প্রতিজন পৃথিবীর!

জল-মাটি-বায়ু মোদের আয়ু সমান দান এ ধরিত্রীর!

মহা পরিশ্রমী, চির-অক্লান্ত!

বধি মিথ্যারে, সত্য অভ্রান্ত।

যবে বিনা ক্রন্দনে উৎপীড়িতেরা চুপিসাড়ে গুমরি মরিবে না,

বিশ্বাসঘাতকের গোপন কুঠার তিলে তিলে জীবন বধিবে না -

সত্য-সিপাহী অক্লান্ত,

মোরা হবো তবে নিশ্চিন্ত!

মোরা সত্য-উপাসী বীর -

মোরা বিশ্ব জুড়িয়া উঠিয়াছি জাগি,  উপাসক মুক্তির!

 

সত্য বীর-

ওঙ্কার জয়ধ্বনির!

নেহারি দীপ্তি মোদের, ধিকৃত যত ঐতিহ্য নতশির!
 
*************

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু