বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

কবি নজরুল

কবি নজরুল


কলমে শিখা রায়


বাংলা ভাষাকে পরালে অলংকার,

সুরে ও বাণীতে অপরূপ ঝঙ্কার,

কবি নজরুল,বিদ্রোহে,শিঞ্জনে,

বিরহে ও প্রেমে,শ্যাম ও শ্যামার গানে।


চির বিদ্রোহী,ভেঙেছো কারার আগল,

চির কল্যাণকর মুরতি সাজে,

প্রেমের তিয়াসে ছলছল আঁখি পাতে,

স্মৃতির সুরভি পূরবীর সুরে বাজে।


জলে ভরা আঁখি কবির নিশিথরাতে,

গোমতীর তীরে রয়েছে প্রতীক্ষাতে,

ঝরা ফুলে ভোরে,নীরব নূপুরে

বাণী রচে যায় শুভ্র শিশিরে।


প্রেমের তুলিতে আঁকা হৃদয়ের কথা

ছড়িয়ে দিলেন গানের মালায় গাঁথা,

কথার ফুলে অঞ্জলি দেন তুলে

হৃদয়পত্রে প্রিয়ার করতলে!


কবির লেখনী তোলে মঞ্জীরধ্বনি,

বন শিরিষের মর্মর তান শুনে,

প্রিয়ার চরণছন্দে ভেঙেছে ঘুম,

কল্পনারাশি ঝরেছে পূবালী পবনে!


বালুকা উড়নি ঘুর্ণি বাতাসে ওড়ে,

ইরানী বালিকা কবির ছন্দে নাচে,

নীল আকাশের বৈশাখী ঝড়,তুফান

ছন্নছাড়া বেদের সঙ্গ যাচে!




পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু