বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অল্টার ইগো


অল্টার ইগো ! 

সোম©


কবিতা বাস্তব নয় 

তা যদি হতো তবে পূর্নিমার চাঁদের কাব্য 

ঝলসানো রুটির গদ্যে আসতো না ! 

কিন্তু বাস্তব নিয়েও তো কবিতা লেখা যায় ! 


উনুনের গন গনে আঁচে গরম রুটির গন্ধের কাছে 

নিনা ইচ্চি র ফরাসী সুগন্ধ ও ম্লান হয়ে আছে ! 

পেটের আগুনে ধক ধক করে জ্বলা চোখ গুলো 

জ্যাক আর রোজ কাম প্রণয়ে উৎফুল্ল ! 


সবই গদ্য,  সবই স্বাভাবিক কবিতার ছন্দ ! 

কোথাও একদম নাঙ্গা আবার কোথাও ঢাকা ঢুকিতে বন্ধ ! 

বাস্তব কে সরিয়ে কবিতা হয় কিনা  জানিনা, 

হয়তো হয় !  কিন্তু আমি মানিনা ! 


এই আমির সাথে আমারও আজকাল প্রায়ই দেখা হয়, 

সব বিষয়ে,  পচ্ছন্দ অপছন্দের  মন্তব্য করে দিয়ে যায় ! 

ঠিক ধরেছ সবাই !  আমার অল্টার ইগো,  এ আমারই আশ্রিত ,  

যে আমার কথাই বলে , ঠিক আমার মনের মতো।


Image credit Rightful owner

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু