বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

স্বপ্ন পূরণের প্রেরণা

এসেছে যখনই চেতনা, ক’রেছি অনুভব বেদনা, জেগেছে প্রাণের প্রেরণা - উঠে দাঁড়াবার।

দেখেছি তখন সে স্বপ্ন, এসেছে যে পরম লগ্ন, হ’য়েছি সাধনায় মগ্ন, ক’রিয়াছি তরী পার।

 

“যা হবার তা হবেই, মানি Que Sera Sera-ই, চেষ্টা ক’রে লাভ নেই”– হবো না এ-মিথ্যের শিকার।

বাঁচার জন্যে স্বপ্ন চাই, সফল না হই জেদ চাই, দেহে মনে প্রেরণা চাই, চাই লক্ষ্যভেদের অঙ্গীকার।

 

স্বপ্ন- বাবার মতো হাঁটবো, ঘুমের থেকে জেগে উঠবো, তীরবেগে ছুটে চলবো, প্রেরণাতে হুঁশিয়ার।

দেখি স্বপ্ন পড়াশোনার, ঘাম ফেলে কাজ করার, দেহে মনে খেটে খাবার, বাবা হবার আকাঙ্খার।

 

স্বপ্ন আমার সিঁড়ি দেখার, সেই সিঁড়ি চড়তে পারার, সিঁড়িতে চড়ে উপরে যাবার, সিঁড়ি ছাড়া বাঁচবোনা;

চাই ঠিকমতো পাদুটি ফেলা, না নজরের কোনো অবহেলা, উপরে নতুন আলোর মেলা. নব অনুপ্রেরণা।

 

প্রথম দু-সেটে হার, তবু পরাজয় অস্বীকার, জয় অব্যাহত প্রেরণার, নোভাক জোকোভিচ হ’লো চ্যাম্পিয়ন।
অলিম্পিকে চারশো মিটারে, হ্যামস্ট্রিং গেলো ছিঁড়ে, তবু পৌঁছালো ধীরে, ডেরেক রেডমণ্ডের সে স্বপ্নপূরণ।
 
ছত্রিশ রাণে ইনিংস শেষ, ক্যাপ্টেন ফিরলো দেশ, আঘাত পেয়ে টিম নিঃশেষ, তবু অদম্য জয়ের প্রেরণা।
নটরাজন্, সিরাজ, শার্দুল ভাঙলো উইকেট-ত্রিশূল, গ্যাবাতে অস্ট্রেলিয়া নির্মূল, পন্থ-গিলের ব্যাটে ভর্ৎসনা।
 
পৃথিবী জুড়ে করোনা ভাইরাস, চিকিৎসার নেইকো আশ্বাস, হাজার মানুষের দীর্ঘশ্বাস, চাই নতুন প্রেরণা।
কোভিশিল্ড আর কোভ্যাক্সিন, আনলো প্রতিরোধের দিন, লক্ষ্য- পৃথিবী করোনাবিহীন, মানবতার উপাসনা।
 
সুখে, দুঃখে বেদনায়, যখন আমরা নিঃসহায়, সারা শরীর মৃতপ্রায়, উদ্বুদ্ধ করো বাঁচার প্রেরণায়;

এই মোদের অঙ্গীকার- ক’রিব নব আবিষ্কার, প্রতি রোগের প্রতিকার, দিগ্বিজয় আনিব সাধনায়।

 

বিশ্বে উষ্ণতা রাখিব বজায়, জীবাশ্ম জ্বালানী যত কম ব্যয়, সীমা বাঁধা জনসংখ্যায়, প্রকৃতির উপাসনায়,

মাটির নীচের জল থাকুক নীচেতে, খনিজ যতো বাঁচাবো খনিতে, বহুদিন এই ধরিত্রীতে থাকার প্রেরণায়।

 

বাবা মা বোন আর ভাই, বন্ধুবান্ধব পাডার সবাই, সবার মাঝে আমাকেই পাই, তোমাকে পাওয়ার প্রেরণায়;

আকাশ আলো হাওয়া হ’য়ে, নিজেকে যাবো বিলিয়ে দিয়ে, প্রাণে প্রাণে যাবো মিলিয়ে- মহাবিশ্বের মোহানায়।

************************************************************

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু