বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মন্দির

শুনেছিস, ওই ছেলেটাও লক্ষ্যে পৌঁছে গেল
বাড়ির লোক বাড়ির সামনে একটা পাহাড় কেটে মন্দির বানাতে বলেছিল
আজ সেই মন্দিরটার উদ্বোধন উৎসব
টাকা, সংসার, শান্তি সব ওই কাটা পাহাড়টার উপরে
কোনো কিছুরই অভাব নেই, কি ভাগ্য!
দেখতে যাবি না?

পাহাড়টা খাড়া ছিল
তাই হৃদয়টাকে কেটে কেটে পাহাড়ে ওঠার ধাপ বানিয়েছিল ছেলেটা
প্রথম ধাপ কাটতেই অর্ধেক হৃদয় বিসর্জন দিতে হয়েছিল
প্রতিটা ধাপ উঠতে রেখে গিয়েছিল ভাঙা হৃদয়ের কঠিন টুকরো।
পাহাড় জয়ের পর ছেলেটা হৃদয়ের টুকরো কুড়োতে এসেছিল
স্থবির হৃদয় দেখে থমকে গিয়েছিল প্রায়
প্রতিটা টুকরো পাথরের রুপ নিয়েছে
স্পন্দনের টুকরো গুলোকে খুঁজেই পেল না আর।

কাটা হৃদয় ফেলে রেখে গেলে সে পাথরে পরিনত হয়,স্পন্দন থাকে না।
স্পন্দন, কম্পন না থাকলে কি মন্দিরের মূল্য আছে?
দেবতা আসেন সেখানে?

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু