বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শেষ হাসি



শোষিত শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে অনড় বাবা,


মালিকের সাথে আলোচনা, অনশন, একটানা সাতদিন বাড়িতে আসেন নি


মসিহা বঞ্চিত শ্রমিকদের

ঘুম কেড়ে নেন মালিকের


গেট বন্ধ করেছে কতৃপক্ষ


দশ বছরের ফোরে পড়া ছেলে হাফ প্যাডেল চালিয়ে বাবার জন্য নিয়ে গেছে ভাত ডাল আলুভাজা


বন্ধ গেটের বাইরে দাঁড়িয়ে থাকে দশ বছর

ভিতরে অনশনে বাবা


ন্যায়ের লড়াই তে জয়ী বাবা অনশন ভেঙে বাড়ি আসেন


ছোট্ট ছেলেকে শেখান প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ভাষা


বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে দশ বছর চল্লিশের পাল্লা ছুঁয়ে


অনমনীয় জেদ আর বাবার শিক্ষা মূলধন করে তুলে নিয়েছে বাবার হাতের ন্যায়ের মশাল


ইউনিয়ন অফিসে রাখা বাবার মূর্তি তে মালা পরিয়ে দাঁড়ায় মুখোমুখি


মাথায় পাকা চুল, চোখে চশমা, হাতে টিফিন নিয়ে, মনে মনে বলে 'আমি পেরেছি বাবা অন্যায়ের বিরুদ্ধে লড়ে জিততে। তুমি আমার শক্তি, সাহস'


হাসিমুখ মূর্তির চোখে জল



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু