বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আমার নতুন মুখ

  নতুন ক’রে এঁকেছি আমার ছবি, দেখতো চিনতে পারো কিনা?

  বড়ো শক্ত এই মুখোসটা বদলানো, বাঁচার অভ্যেস করে মানা।

  ক’রেছি শুরু আঁকতে নতুন ছবি, লিখবো এবার নতুন উপন্যাস,

  হুবহু যা ঘটেছে তাই নিয়ে, নতুন ক’রে হবে বাক্যের বিন্যাস।

  তারপরে ছবিটাকে দেবো ব’দলে, মুছে দেবো যা লাগেনি ভালো,

  জুড়ে দেবো যা চেয়েছিল মোর মন, ফুটবে আঁধারের মাঝে আলো।

  এক চিলতে চিতার পাশে ব’সে, অপার শান্তিতে চোখ এসেছিল জুড়ে,

  শুধু এইটুকু থাক, কেন এই ক্লান্তি – কী হবে তার খোঁজ আর ক’রে?

  বেদনার অনুভূতি ফুলের মতোই সুন্দর, দিক না তার পাঁপড় মেলে;

  শুধু শ্মশানের শেষ শিখা কেন, সাথে আকুতির দিনগুলো দিই ফেলে?

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু