বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বর্ষার কবিতা

#বিভাগ_কবিতা 

#কলমে_সোম 


বর্ষার কবিতা

som©


খোলা জানলা দিয়ে ভেসে এলো বর্ষার গন্ধ

ঝুপঝাপ সুন্দর এক কবিতার ছন্দ

ভিজে বাতাসে ভরে গেল আমার মন

ঘরের প্রতিটি কোন

সাদা কুয়াশার মতো মেঘ ঢুকে পড়ে

স্মৃতির পর্দা সাবধানে তুলে ধরে

একটা ভিজে কাকের গা ঝাড়া দেওয়ায়

কেঁপে ওঠে দেহ... অস্থির সময়

আধো ঘুম...ঠান্ডা হাওয়া আর প্রেমিক হৃদয়

বড় বিপজ্জনক  সমন্বয়!!


তবুও কবিতা আসে

অক্লেশে

ভালোবেসে

ভিজে হাওয়ার সাথে

মাটির গন্ধ মেখে।


Image credit  Reza Shevastehpour

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু