বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বসন্ত

রাতেদের কাছে ক্লান্তি এসে

কানে কানে কিছু বলে যায়।

 

ভাঙাচোরা বিকেল গুলো 

ঘাসের উপর দিয়ে হেঁটে যায়। 

হেঁটে যায়, রোজ রোজ। 

 

এ পথে বসন্ত আর আসেনা। 

 

ভাঙা মন নিয়ে, ভাঙা বুক নিয়ে 

দাঁড়িয়ে আছি। 

যদি ইচ্ছে থাকে, 

যদি ভালোবেসে থাকো, 

যদি ভিটেমাটি চিনে থাকো, 

ফিরে এসো, 

 

তুমি ফিরলে, ফিরবে বসন্ত।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু