বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

লিভারপুল ১৯৭৬

নিস্ফল আগাছারা সারি বাঁধে বেকার ভাতার আশায়,

মন-হারানো মাতালেরা হাসে পাগল প্রেমের নেশায়,

ঘরহারার আস্তানা বারান্দার ছাওয়ায়;

চোখ বুজে চাও কি ঘুমোতে সেথায়?

 

বাজেটের আগে ছিলাম না ভাল এতো,
দেখোনা - আমরা পেয়েছি কতো!
ঘরোয়া সস্তার বাজারে অনেকটাই ছাড়,
খুচরো কেনা চীনা জ্ঞানে ভরাই ভাঁড়ার।
স্যাকারিনের মোড়কে মিষ্টি শিশু আমাদের,
জাগায় শিশুভোগীর লালসা কাম-প্রমোদের;
ভর্তুকির পিলে-ভরা যতো সামাজিক চুক্তি।
দোহাই ভগবানের, দাও আমাদের মুক্তি;
বিদেশী শুয়োর যতো নামাও এ-ঘাড় থেকে,
চোখ-ভোলানো ঠকের থেকে বাঁচাও সত্যকে।
 
পান্ডোরা যতো উঠবেই জেগে আসন্ন ইস্টারে;
ভোলাবে চোখ সকলেরই ম্যাগনোলিয়ার ঝাড়ে;
অটারসপুল প্রোমেনেডের বাগান জুড়ে
লাল লাল ফেস্টুনে পুরো যাবে ভরে।
হাতছাড়া বড়দিনের যতো উপহার,
দীর্ঘশ্বাস ঋতুদীর্ণা নিস্ফলা প্রেমিকার।
 

*** স্বর্গীয় সহপাঠী প্রবাল কুমার ঘোষের লেখা LIVERPOOL 1976 অবলম্বনে

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু