বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

#না_কবিতা

#না_কবিতা 

একটা ছাপোষা রাতই তো চেয়েছিলাম,

যেখানে ঝুল কালি মাখা চাঁদ মেঘের বুকে ভেসে বেড়াবে,

আলোয় আলো হয়ে যাবে চারপাশ, 

এক মুহূর্তের জন্য হলেও মনে হবে এ কি সত্যিই রাত?

প্রিয় পুরুষের ঠোঁটের মতো পুরু অথচ নিস্তরঙ্গ সময় বয়ে যাবে," ইন্তেকাল" পর্যন্ত।

একটানা  নুনের পাহাড়ের স্রোত বয়ে যাবে শরীরের শিরায় শিরায়,

গোলাপী, নীল আর রক্তের মতো লাল নুনের পাহাড়গুলো আমরা দুচোখ ভরে দেখবো, 

বৃষ্টিতে ঐ পাহাড়গুলো গলে যাওয়ার আগেই তড়িঘড়ি আমরা ওদের নাম রাখবো, কেমন! 

মানুষ মরলে কেউ কেউ নাম মনে রাখে,কিন্তু পাহাড় মরে গেলে?

আমরা তবুও শেষবারের মতো নাক ডুবিয়ে টেনে নেবো লবন ঘ্রাণ। 

আর, ঝুল কালি মাখা চাঁদের দিকে তাকিয়ে বলবো ভালবাসি।


#অমৃতা

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু