বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তুমি শিক্ষক

তুমি শিক্ষক

         —গোপাল চন্দ্র মন্ডল


তুমি শেখালে চলা, মুখেতে বলা

কত অজানা জ্ঞান...

দেখালে শত, রঙিন যত

তাই নিয়ে অভিযান।


তুমি সাহস দিলে, বাহু মেলে

বিপদবহুল পথে

ফিরতে হবে, শর্ত তবে

বিজয় যুদ্ধরথে।


তোমার কঠোর শাসন, শুদ্ধ বচন

মনের কালিমা দূর

বোঝালে ব্যথা, মনের কথা

তফাৎ সুর-অসুর।


তুমি যে দাতা, কখনো ত্রাতা

জীবনের রঙ্গালয়ে

ভুলিনি আমি, তোমার নাম'ই

লিখেছি যে অভয়ে।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু