বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সাতরঙ ক্যানভাসে



চন্দ্রমা রাতের মায়াবী রঙে পৃথিবী আঁকব বলেই মন ক্যানভাস সাদা রাখি


রাতরঙে আঙুল চুবিয়ে দেখি সে রঙ পান্ডুর


ঠিক সেই ছেলেটার মতো, শুক্লা তৃতীয়ায় যাকে দেখেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে


তারপর কেটে গেছে সহস্র বছর


সূর্য সালোকসংশ্লেষে সবুজ করে চরাচর


আমি রঙ নিতে ছুটে যাই আকাশের কাছে, সাতরঙ রামধনু ঘুরতে থাকে আমার চারপাশে, নিমেষে সব সাদা...


আমার ক্যানভাস সাদাই পড়ে থাকে


সূর্যের কাছে যাই রঙ নিতে, উদয় থেকে অস্ত.... পেলব আলো তেজালো, পুড়ে যায় হাত


বৃষ্টি এসে ধুয়ে দেয় সব কালো


মেঘের ভ্রুকুটি উপেক্ষা করে সূর্য আসতেই,  আসে সাতরঙ, বেনীআসহকলা


ছিটকে আসা সে সাতরঙে আমার ক্যানভাস রঙিন


আমার তুলি সব রঙ শুষে নেয়


জানা হয়নি সেই পান্ডুর ফ্যাকাসে ছেলেটি কোথায় কেমন আছে.....


আমি মন রঙে তাকে আঁকব বলেই সাদা ক্যানভাস সামনে রাখি....


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু