বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

একলা


আমার একলা পথের একলা ট্রেনের যাত্রী আমি,একলা বসে
মেঘের কোনে বানাই ঘর,বৃষ্টিজলে যায় সে ভেসে।
জানালার সেই আতস কাচে,তাকিয়ে দেখি একলা শহর
চলছে গাড়ি চলছে ঘোড়া,চলছে আপন চলছে পর।
একলা সেই পথের ধারে,জোনাকিরা আসে ধরতে যাই
আলতো হাতে পালিয়ে যায়,পিছু ফিরে মৃদু হাসে।
আমার একলা ঘরের একলা আলোয় একলা আমি, স্বপ্ন বানাই
মাটির স্বপ্নেও বালির ছোঁয়া,আলতো দোলায় পড়ে সে খসে।
আমার একলা মনের একলা চোখে একলা আমি ছবি আঁকি
নীল আকাশের ছোট্ট পাতায় বানাই বসে মনের শহর
মেঘ মলিনী রবার এসে,মুছে দেয় সব,মুচকি হাসে।
আমার একলা ঘুমের একলা স্বপনে একলা আমি, জাল যে বুনি
শক্ত গিঁটও আলগা হয়,অল্প বাধায় পড়ে সে খসে।
আমার একলা হাসির কারন আমি একলা হাসি একলা ভাবি
নীল জলে ভাসাই তরী নোনা বালিতে আটকে পড়ে
সাদা পাহাড়ে খাটাই তাঁবু,মিলিয়ে যায় সে তুষার ধসে।
আমার একলা নদীর একলা চরে একলা আমি ঢিল যে ফেলি
পাথর পড়ে মিনার হয় বৃষ্টির জলে নামে যে বান
মনের নদী তবু না হাসে।
আমার একলা হাটের একলা দোকানের ময়রা আমি, ভাবনা বানাই
জিলিপির জাল বুনতে গিয়ে ভাবনারা সব গোল পেকে যায়
মিষ্টি ডোবে তিক্ত রসে।
আমার একলা ছবির একলা রঙের তুলি আমি, রঙ যে লাগাই
রঙিন কালিরা জানায় খুশি,জলের টানে মিলিয়ে যায়
কালির টানে সেতু যে গড়ি,ঘোলা জলে যায় সে ভেসে।
তুলির আগায় দেয়াল আঁকি,দেয়ালের গায়ে রঙিন ছবি
সাদা কুয়াশা সব ঢেকে দেয়,মিলিয়ে যায় সে বৃষ্টি রসে।
সবুজ পাতার বানাই ঘর
নীল আকাশের স্বপ্ন বুনি
মনের জানালা, মনের দোর
কাগজ নৌকো ভাসাই জলে
ঘটা করে পুজো করি
সুনামিতে সব হারিয়ে যায়
তখন আবার একলা থাকি।।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু