বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মেঘের সেতার



তুমি দেখেছিলে তাই-

    আকুল আবেশে সৃষ্টি,

ভালোবেসেছিলে তাই-

    ফাগুন আকাশে বৃষ্টি।

তুমি আসবে বলে-

    আকাশ উঠেছে সেজে,

ভালোবাসবে বলে-

    সেতার উঠেছে বেজে।

তুমি এসেছিলে তাই-

    দৃষ্টি এখনো ফেরেনি,

ভালোবেসেছিলে তাই-

    মুগ্ধ বকুল ঝরেনি।

তুমি ফিরবে বলে-

    চাতক মনের চাউনি,

ভালোবেসেছিলে বলে-

    আশার ভ্রমর মরেনি।

তুমি ফিরে গেলে তাই-

    চাঁদের বুকেতে কালি,

কাছে থাকবেনা তাই-

    শেষের প্রদীপ জ্বালি।।






পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু