#শিরোনাম-রামধনুর _রঙে _রঙীন
কবিতা #শপিজেন _পাক্ষিক
#বিভাগ _কবিতা
#বিষয় _একলা _আকাশ
#শিরোনাম-রামধনুর _রঙে _রঙীন
#কবির নাম-মন্দিরা ঘোষ
#লাইন-সংখ্যা-ষোল
(১৬/১/২২)
আকাশে মেঘ জমেছে,
বৃষ্টি ঝেঁপে আসবে এখনই।
জানালা দিয়ে জল ঢুকবে,
ঘর-দোর সব ভেসে যাবে।
একলা বসে বসে আমি,
বৃষ্টির ছাঁটে আসা জলে ভিজব।
আজকাল এই এক ব্যাধিতে আক্রান্ত আমরা,
একাকীত্ব ভাল লাগে আমাদের।
লোকজন যেন তাড়া করে বেড়ায়,
হৈ চৈ হট্টগোল আর ভাল লাগেনা।
এর থেকে অনেক অনেক ভাল,
নিস্তব্ধতায় ভরা নিস্তরঙ্গ সকাল বিকাল।
জনারণ্য থেকে অনেক দূরে,
আমি আর আমার একলা আকাশ,
টুপটাপ বৃষ্টির মাঝে যখন রামধনু রঙে উদ্ভাসিত হয়,
ঐ মূহুর্তে আমার নিজেকে আপন মনে হয়।