বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তুমি এলে তাই

মনে পড়ে ওই দিন,
দেখা দিলে এই পথে।
রাঙা চোখ মেলে ছিলে,
আজ কথা হয় সাথে।।

নিশিঘুম উড়েছিল,
মনে কত সাধ ছিল।
ধরা দেবে দুই হাতে,
কে যেন কি বলে গেল।

দু চোখ থমকে ওই চোখে,
হেসেছিলে বারেবারে।
চোখ চেপে বলে ছিলে,
পাগল নাকি হায়রে।।

দিবালোকে মন মেতে,
উঁকিঝুঁকি তোমা সাথে।
হাসিখুশি দেখে যেতে,
দেখা হবে কোন পথে!

শ্রাবণ সন্ধ্যা দেখো,
বারি খেলে মেঘ সাথে।
আমি দেখি মেঠো পথে,
জলপরী জলে মেতে।।

আঁখি জুড়ে দুই আঁখি,
মন ছুঁয়ে দিলে ফাঁকি।
এই মনে তোমায় আঁকি,
হাসি মুখে দাও উঁকি।।

ছিল যত ভাবনা,
আর ভাবি ভাববো না।
জানি তুমি ভাবো না,
মন ভরা যাতনা।।

চোখ ভরা জল এলো,
মন আজ এলোমেলো।
মনে জমে কথাগুলো,
বলেছিলে "তুমি বলো"।।

সেই ছিল উচ্ছাস,
ভরা বুকে বিশ্বাস।
ছিল এক দীর্ঘশ্বাস,
কথা বলে মেটে আশ।।

প্রেমঘন চনমন,
হাহা হাসি একান্ত আপন।
সেই ছিল নিবেদন,
নাহি কিছু কারো গোপন।।

কত কথা মনে মিল,
চোখে দেখি দীঘি ঝিল।
এত মিল অনাবিল,
ভাব সুখে মহামিল।।

আজ কত কথা ছিল,
এক টানে বলে গেল।
গাঁথা মালা গাঁথা হলো,
স্বপ্নটা সফল হলো।।

এভাবেই থেকো পাশে,
এসো ফিরে ক্ষণিক হেসে।
বলে যেও ভালোবেসে,
পাগল সেজেছো বেশে!!

নাইকো লজ্জা শয্যা,
বিভোরে কাঁপে অস্থিমজ্জা।
ভেবে দেখো নয় মজা,
নাহি দিও বেশি সাজা।।



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু