বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সেল্ফি

কুলফি হাতে সেলফি তুলি,
আইসক্রিমেও সেলফি!
স্ট্যাচুর সামনে স্ট্যাচু সাজি,
সেলফি সখে সাজি।

মিষ্টি হাসি সেলফি চাই,
মুখ ভেংচে সেলফি।
গোমড়া মুখের সেলফি দেখো,
হাসতে হাসতে হাঁচি।

নদীর ধারে সেলফি চাই,
পাহাড় ডাকে রোজ।
পাহাড় চূড়া মুঠোয় ধরে,
সেলফি জোনের খোঁজ।

আম বাগানে সেলফি চাই,
গোলাপ বনে সেলফি।
বাঁশ বাগানে তুলতে গিয়ে,
পেত্নীর লাফলাফি।

ঝর্ণা ধারে সেলফি চাই,
বর্ষা ভেজা সেলফি।
প্রদীপ হাতে সেলফি তুলি,
সেলফিতেও হাম্পি!

শিশু তোলে সেলফি,
জোয়ান তোলে সেলফি।
বৃদ্ধও তোলে সেলফি,
মৃত্যু কালেও সেলফি।

পুজোর সাজে সেলফি,
স্কুল ড্রেসেও সেলফি।
সাধুবেশে সেলফি তুলি,
মেকআপ নাহি ভুলি।

নেতার সাথে সেলফি,
কাঁথার সাথেও সেলফি।
আমার সাথে সেলফি তুলে,
সোশ্যালে ভাই পোষ্টে দিলি।

সেলফি যুগে মেতে সবাই,
ক্যামেরার সব কেরামতি।
তোলো রে ভাই আরও সেলফি,
বুঝিনা এর মতিগতি।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু