বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

#দীপঙ্কর

# দীপঙ্কর


জীবনের প্রতি মোরে

যতবার দেখেছি সে কালো

ততবার মোর ঘরে

জ্বেলেছো কে প্রদীপের আলো!


নামহীন ফুল হয়ে 

যতবার ফুটপাথে ফোটা

ভোরের সে পথ বেয়ে

প্রথম কিরণ হয়ে ওঠা!


কে তুমি গোপনে মোর

রয়েছো কে আড়ালে হে আলো!

যতবার ভাঙে দোর,

ঝড়ের মুখেতে দীপ জ্বালো।


কে তুমি অদ্বৈত স্বর

প্রতিধ্বনি শুনি কার একা,

আকাশও অনন্ত ঘর

মাঝ দরিয়ার কাছে শেখা!


কে তুমি গভীরে খুব

ছূঁয়ে যাও নিভৃতে অতলে,

গহীন অনন্ত ডুব

সীমাহীন সাগরের জলে!


কে তুমি নিভৃতবাস

অনুভবে, সেই-ই তুমি বুঝি

হৃদে বাস বারোমাস

ছেড়ে কোথা ঈশ্বর খুঁজি?


তোমার-ই আলোর ঘরে

নামহীন ফোটা ফুলমালা,


রয়েছো আড়ালে সরে

তবু সেই-ই সাজিয়েছি ডালা।


প্রানের প্রনমি প্রিয়

 রেখে যাই চরণের'পরে,

সবশেষে তুলে নিও

প্রছন্ন তোমারো আঁধার ঘরে!


       রত্না দত্ত!

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু