বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বদল

কথারা বদলে যায় ধীরে ধীরে সময়ের সঙ্গে

পরিবর্তন আসে নানাভাবে চাল চলন ঢঙে।

সম্পর্কের সম্পর্করা ক্রমশ শীতলতম হয়

শরীরে ধমনিতে হিসাবের চোরাস্রোত বয়।

অসহায়ের অসহায়ত্বে অনুকম্পার দান

শয়তানের শয়তানিতে নেয় বিশেষ স্থান।

এই বুঝি জগতের নিয়ম আজকের দিনে

কিছু চলেনা এখানে মিথ্যা আর পয়সা বিনা।

যে শিখিয়েছিল কথাগুলো এতো কাল ধরে

তার কথাগুলোও আজ গেছে তাকে ছেড়ে।

কোনো কথা লুকোবেনা যে দিয়েছিল স্বত্ব

সময়ের সঙ্গে সে নিয়েছে স্বেচ্ছা বধিরত্ব।

কৌশলে এড়িয়ে চলে কথা দিয়েছিল বলে

আনমনা থাকে কিছু শোনার সময় হলে।


যে একসময় ব্যস্ত হয়ে পড়তো ছায়া দিতে

সে হঠাৎ পাড়ি দেয় একদিন অজানার পথে

কথারা বদলে যায় কথা দেওয়া হয় মিছে

বিশ্বাস পুড়তে থাকে অবিশ্বাসের আঁচে

কারণ খুঁজতে যাওয়া বুঝি আজ অকারণ

ভালোবাসার প্রাপ্তি হয় অপমানে মরণ।

এমনি করেই আমার একলা আকাশ হঠাৎ

হয়ে পড়ে কালো মেঘে ঢাকা তমসাবৃত রাত।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু